Home > Students> rules & Regulations

BHS is a Govt. sponsored school in West Bengal. This Institution has taken a pledge to deliver an extraordinary schooling to the boys of Class V to Class XII since 1858.

Rules & Regulations

Sl. No. সাধারণ নিয়মাবলী
১.কোন ছাত্র যদি বিদ্যালয়ের কার্যকর দিনের ৭৫ শতাংশ দিন বিদ্যালয়ে উপস্থিত না হয় এবং যদি অনুপস্থিতির কারণ সন্তোষজনক না হয় তাহলে ঐ ছাত্র পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রেরিত হওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে না।
২.বার্ষিক পরীক্ষায় ফলাফল প্রকাশের পর পরবর্তী শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহ থেকেই পঠন পাঠন পুরোদমে শুরু হবে এবং ঐ সপ্তাহে প্রতিটি ছাত্রকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রথম কার্যকর ৭ দিনের মধ্যে যে ছাত্ররা বিদ্যালয়ে উপস্থিত হবে না, তাদের খাতায় নাম উঠবে না।
৩.সপ্তাহের প্রতিদিন ছাত্রদের বাধ্যতামূলকভাবে কালো রঙের জুতো সাদা মোজা সহ ‘স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে। ইউনিফর্ম ছাড়া কোন ছাত্রকে ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শারীরশিক্ষার ক্লাসে নির্দিষ্ট পোশাক ছাড়া ক্লাস করার অনুমতি দেওয়া হবে না।
৪.প্রত্যেক ছাত্রের বিদ্যালয়ের নিজস্য পরিচয়পত্র (স্কুল আইডেনটিটি কার্ড) থাকা আবশ্যক। ছাত্রদের চুলের ছাঁট ভদ্র ও মার্জিত হতে হবে। বালা, চেন ইত্যাদি পরে আসা যাবে না।
৫.পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্রের জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিভাগে ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পরীক্ষার ফলাফল বার্ষিক মুল্যায়নে প্রতিফলিত হবে।
৬.বৎসরের বিভিন্ন সময়ে অভিভাবকের সভা আহ্বান করা হয়। অভিভাবকদের ঐ সভায় উপস্থিতি বাধ্যতামূলক।
৭.বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে ছাত্রদের বই দেওয়ার ব্যবস্থা আছে। এক্ষেত্রে গ্রন্থাগারের নিয়মাবলী ছাত্রদের মেনে চলতে হবে।
৮.পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদের নির্দেশ বিবেচনা করে শিক্ষাবর্ষের বিভিন্ন পর্বের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
৯.প্রতহ বিদ্যালয়ে আসার সময় ডায়েরি ও পরিচয়পত্র সঙ্গে আনা বাধ্যতামূলক।
১০.বিদ্যালয় চলাকালীন এবং টিফিনের সময় বিদ্যালয়ের গেট ছাত্রদের জন্য বন্ধ থাকবে। ছুটি হওয়ার আগে ছাত্ররা স্কুল ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।
১১.বিদ্যালয়ের ছাত্রদের সাইকেলগুলির রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তিকে মাসিক/ বাৎসরিক নির্ধারিত টাকা দিতে হবে। এক্ষেত্রে সাইকেল কদিনের জন্য রাখা হয়েছে তা বিবেচ্য হবে না।
১২.বিদ্যালয়ে ছাত্রদের মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। মোবাইল ফোন নিয়ে আসা শাস্তিযোগ্য অপরাধ।
১৩.বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম না পরে কোনো কাজে বিদ্যালয়ে আসা যাবে না।
১৪.বিদ্যালয়ে আসার প্রয়োজনীয় গাড়ী ভাড়া ছাড়া অতিরিক্ত টাকা পয়সা বেশি আনলে নিজ দায়িত্বে রাখতে হবে। হারিয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী হবে না।
১৫.শ্রেণির বিদ্যালয় ঘর এবং টয়লেটগুলি পরিচ্ছন্ন রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।
১৬.প্রত্যেক ছাত্রকে সাদা মোজা ও কালো বুট পরে স্কুলে আসতে হবে।
১৭.বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন কোনোরূপ অসদুপায় অবলম্বন করা যাবেই না। কোনো অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে সমগ্র পরীক্ষা বাতিল হবে।
BHS

(033) 24338353

MAP

BARUIPUR HIGH SCHOOL

Puratan Bazar, Baruipur, South 24-Parganas,

West-Bengal, India, Pin-700144

Designed & Developed By


Mihir Kumar Sasmal (Teacher of BHS )

Copyright@BHS 2020-21. All Rights reserved.